ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণ

!!!ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণ!!!

ভ্রমণের কালঃ ৩ দিন ২ রাত

ভ্রমণের তারিখঃ ২৩-২৫ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর- ১ জানুয়ারি

যাত্রী সংখ্যাঃ কমপক্ষে ৮ জন

জাহাজঃ MV ABASAR/MV VESPER অথবা সমমানের জাহাজ

সম্পূর্ণ প্যাকেজে জনপ্রতি খরচঃ

ঢাকা-খুলনা-ঢাকা

নন এসি বাস ১৩,৯৫০/- টাকা

এসি বাস ১৫,৪৫০/- টাকা

বিস্তারিত জানতে যোগাযোগ করুন- +8801772660487 / +8801710553454 / +8801310518885

আকর্ষণীয় ও রোমাঞ্চকর এই তিন দিনের নৌ ভ্রমনের সাথে বোনাস হিসাবে পাচ্ছেন প্রকৃতি, ওয়াইল্ড লাইফ এবং সমুদ্রকে খুব কাছ থেকে অবলোকন করার দারুন সুযোগ। এই সময় বনে পর্যটক কম থাকে তাই একদম প্রাকৃতিকভাবেই বনের বিভিন্ন জায়গায় বন্যপ্রাণী দেখার অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাওয়ার সম্ভবনা অনেক বেশি। একদম নিরিবিলি পরিবেশে এই সময় সমুদ্র ও সুন্দরবনকে পাবেন আপনার মনের মত করে।

এছাড়াও, সুন্দরবনে আপনাদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ,

• বার-বি-কিউ নাইট

• নিজেদের মতো আনন্দ করার সুযোগ

• সার্বক্ষণিক একজন অভিজ্ঞ গাইড

আমাদের ভ্রমণের স্থানসসমূহঃ

১. হারবাড়িয়া

২. কটকা জামতলা সী বিচ

৩. কটকা অফিস

৪. কচিখালি (ডিমের চর)

৫. করমজল

• ১ম দিনঃ নির্ধারিত দিনে খুলনা জেলখানা ঘাটে সকাল ৭টার মধ্যে পৌঁছানোর পর আমাদের ট্যুর গাইড রিসিভ করে জাহাজ নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা জাহাজ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা হবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০ থেকে ৪টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌঁছাবো যেখানে বন বিভাগের ইকো-ট্যুরিজম স্পট দেখা হবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় জাহাজে পৌঁছানো এবং রাতে জাহাজেই অবস্থান করা হবে।

• ২য় দিনঃ ভোরে জাহাজ করে কটকার আশেপাশে ক্যানেল ঘোরা হবে। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে জাহাজ বন্ধ করে বণ্যপ্রাণী যেমন হরিণ, মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। ওয়াচ টাওয়ার, জামতলা সী বীচে প্রচুর হরিণ ও বাঘ দেখা হবে। ব্রেকফাস্ট করে কটকার অফিস পার আসা হবে যেখানে আমরা নানা প্রজাতির হরিণের দেখা পেতে পারি। ঘোরা শেষ হলে আমরা লঞ্চে ফিরে লাঞ্চ করে কচিখালীর দিকে রওনার পূর্বে ডিমের চর যাবো (যদি আবহাওয়া অনুকূল থাকে)। বিকাল ৪টায় কচিখালীতে ঘোরাঘুরি করে বিকালে ট্যুরিস্ট জাহাজে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার উপভোগ করে জাহাজেই রাত্রি যাপন করবো।

• ৩য় দিনঃ সকালের নাস্তা খেয়ে করমজল ইকো-ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিণ, কুমিরের প্রজনন কেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৬/৭ টা নাগাদ খুলনা পৌঁছাবো। (জোয়ার ভাটার কারনে করমজল থেকে খুলনায় পৌঁছানোর সময় ২/৩ ঘন্টা ব্যবধান হতে পারে)

• নিরাপত্তাঃ নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিও’র মাধ্যমে ফরেস্ট, কোস্ট গার্ড এবং নৌ বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আমাদের রয়েছে।

• খাবারঃ প্রতিদিন ২ বেলা স্ন্যাক্সসহ ৫ বেলা ডাবল মেনুর খাবার এবং পর্যাপ্ত চা/কফির ব্যবস্থা থাকবে।

প্যাকেজে যা থাকবে না

• ব্যক্তিগত কোন ঔষধ

• সফট বা হার্ড ড্রিংকস

• ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি

বিঃ দ্রঃ সুন্দরবনে টেলিটক ছাড়া অন্য কোন মোবাইল অপারেটর কাজ করে না!

****সমস্ত হার প্রাপ্যতা সাপেক্ষে এবং হার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে*****

One thought on “ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণ”

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Add a Comment

Your email address will not be published.